Johnny Lever Net Worth in Rupees and life |জনি লিভারের মোট সম্পত্তি পরিমাণ কত 2025

About johnny lever and johnny lever net worth in rupees.

 Johnny Lever এমন একজন হাস্যকর মানুষ যে তিনি তার অভিনয় দিয়ে কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন। তাঁর প্রতিভা, সংগ্রাম, সাফল্য এবং সম্পদের(johnny lever net worth in rupees) গল্প আজও সকলের কাছে অনুপ্রেরণা।ই ব্লগে আমরা বিশদে জানবো Johnny Lever -এর সম্পর্কে এবং তার মোট সম্পত্তি সম্পর্কে আলোচনা করবো । 


Johnny Lever Net Worth in Rupees
Johnny Lever Net Worth in Rupees

 

    d About johnny lever:

    ক্ষিপ্ত জীবনী Johnny Lever -এর আসল নাম John Prakash Rao Janumala , জন্ম 14 অগাস্ট 1957, অন্ধ্রপ্রদেশের  শ্রেণিতেই পড়াশোনা ছাড়তে বাধ্য হন পরিবারে আর্থিক সংকটের কারণে। ছোটবেলায় হোটেলে কাজ করতেন , মুম্বাইয়ের ধারাভি বস্তিতে বড় হওয়া এই মানুষটি। Johnny Lever বিভিন্ন অনুষ্ঠানে মিমিক্রি করতেন এবং রাস্তায় কলম বিক্রি করতেন ।


    Johnny Lever -এর ক্যারিয়ার ও বলিউডে প্রবেশ :

    Johnny Lever 1980 থেকে মিমিক্রি আর্টিস্ট হিসেবে বলিউডে প্রবেশ করেন। প্রথমদিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও,1993 সালে ‘baazigar’ ছবিতে বাবুলাল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘dulhe raja ’, ‘deewana mastana ’, ‘kuch kuch hota hai’, ‘kabhi khushi kabhi gham ’, ‘phir hera pheri’, ‘dilwale’ সহ 350-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডের প্রায় সব বড় তারকার সঙ্গে কাজ করেছেন Johnny lever 

    Johnny Lever Net Worth in rupees  : জনি লিভার এর আয় ও সম্পদের পরিমাণ ,

    Johnny Lever total property -এর মোট সম্পদ 

    Johnny Lever net worth 2025 সালের হিসেবে 348 কোটি টাকা প্রায় (40.8 million dollar)। তাঁর মাসিক আয় 1কোটি টাকার বেশি এবং বার্ষিক আয় 12 কোটি টাকারও বেশি।

    johnny lever earning sources :জনি লিভার এর আয়ের উৎস কি কি ?

    1. movie: Johnny Lever প্রতি ছবিতে 35-40 লাখ টাকা পারিশ্রমিক নেন।

    2. Brand endorsement: জনপ্রিয় ব্র্যান্ড-র প্রচারের জন্য 65-75 লাখ টাকা নেন।

    3. reality show: ‘Comedy Nights with Kapil', ‘The Kapil Sharma Show'’-এর মতো শোতেও পারিশ্রমিক পান তিনি।

    4.Dubbing ও TV: হলিউড সিনেমার হিন্দি Dubbing এবং TV শোতেও কাজ করেন Johnny Lever 

    johnny lever total property and car:জনি লিভার এর  সম্পত্তি ও গাড়ি :

    1.বাড়ি: মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে  3BHK ফ্ল্যাট, আরও কয়েকটি সম্পত্তি ও একটি বিলাসবহুল ভিলাও আছে তার।

    2.গাড়ি: Audi Q7 (1কোটি), Honda Accord (43.21 লাখ), Toyota Fortuner (27 লাখ) সহ বিলাসবহুল আরও অনেক গাড়ি।

    johnny lever family :জনি লিভার এর পরিবার:

    জনি লিভারের বাবা Rao Prakash Janumala ছিলেন হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির কর্মচারী। মা Karunamma Janumala ছিলেন গৃহবধূ। ভাই Jimmy Moses নিজেও Mimicry Artist এবং Comedian, 1948 সালে Sujatha lever-কে বিয়ে করেন Johnny ,তাঁদের দুই সন্তান-Jamie (stand-up comedian) এবং Jesse হল (চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত)।

    Johnny Lever-এর পুরস্কার ও সম্মাননা :

    Johnny 11 বার Filmfare Awards-এ মনোনীত হয়েছেন এবং 2 বার সেরা Comic (কমিক) অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। তাঁর Comedy (কমেডি) অভিনয় আজও দর্শকদের মন ছুঁয়ে আছে ।

    Social media উপস্থিতি :

    Johnny Lever Social media-তে অত্যন্ত জনপ্রিয় একজন।

    1. instagram : 2.1 million ফলোয়ার ।

    2. Twitter: 366 হাজার ফলোয়ার ,

    ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে তিনি নিয়মিত ছবি , video ও update share করেন।

    শেষ কথা :

    Johnny Lever শুধু একজন Comedian নন, তিনি সংগ্রামের প্রতীক। তাঁর জীবন, সাফল্য,  এবং ব্যক্তিত্ব আজকের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়েছে। বলিউডে তাঁর অবদান চিরস্মরণীয়।

    আপনি যদি আরও এমন তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক ব্লগ পড়তে চান, আমাদের ফলো করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।



    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.